Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ অক্টোবর ২০১৭

শিশু অধিকার সপ্তাহ-২০১৭ এর বিভিন্ন প্রোগ্রামের সময়সূচি


প্রকাশন তারিখ : 2017-10-12

 

 

 

 

 

 

 

 

১২.১০.২০১৭

বৃহস্পতিবার

দ্বিতীয় দিন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মানববন্ধন

সকাল : ১১.০০ টা থেকে ১২.০০ টা পর্যমত্ম

স্থান :  প্রেসক্লাব

 

 

 

 

স্থান : বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন

সময় : বিকেল ৩টা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাল্যবিবাহ নিরোধ দিবস

 

শিশু সমাবেশ, মানববন্ধন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ লিফলেট বিতরণ, আলোচনা

 

 

আলোচনা পর্ব : আমার কথা শোন

বক্তা             :  ২ জন (সেভ দ্যা চিল্ড্রেন, পস্ন্যান বাংলাদেশের শিশু প্রতিনিধি)

                   :  উন্মুক্ত আলোচনা

মডারেটর       :  ড. আবুল হোসেন

                      কর্মসূচি পরিচালক, পথশিশু পুনর্বাসন প্রকল্প

অতিথি          :  জনাব শাবনাজ জাহেরীন

                      ইউনিসেফ প্রতিনিধি এবং

                      পস্ন্যান ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ

                      সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি

আলোচনা শেষে বিষয় বস্তুর উপর সার-সংক্ষেপ তৈরি করা হবে এবং পরবর্তীতে তা প্রকাশনা আকারে বের করা হবে

 

সাংস্কৃতিক অনুষ্ঠান : পস্ন্যান ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ

বাংলাদেশ শিশু একাডেমী

নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম

 

 

 

 

১৩.১০.২০১৭

শুক্রবার

তৃতীয় দিন

 

 

সকাল : ০৯.০০ টা শিশু শোভাযাত্রা

স্থান : জাতীয় জাদুঘরের সামনে থেকে শিশু একাডেমী

 

 

 

সকাল : ১০.০০ টা

আলোচনা ও অন্যান্য অনুষ্ঠান

জাতীয় কন্যা শিশু দিবস ২০১৭

 

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশু শোভাযাত্রা।

 

আলোচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কন্যা শিশুদের আঁকা ছবি প্রদর্শনী, কন্যা শিশুদের সম্পাদনায় বিশেষ বুলেটিন প্রকাশ, ক্রোড়পত্র প্রকাশ, জার্নাল প্রকাশ, কন্যা শিশুদের দ্বারা নির্মিত শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী।

 

অংশগ্রহণে : মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রমীলা ক্রিকেটার ও নারী এভারেস্ট জয়ী।

 

আমার কথা শোনো শিরোনামে আলোচনা পর্বে কন্যা শিশু এডভোকেসি ফোরাম থেকে ২ জন শিশু বক্তার বক্তব্য

 

উন্মুক্ত আলোচনা :

মডারেটর   :  জনাব শাহনাজ মুন্নী

                  সাংবাদিক, গল্পকার

অতিথি      :  জনাব সেলিনা হোসেন

                  চেয়ারম্যান

                  বাংলাদেশ শিশু একাডেমী  

               : সেভ দ্যা চিলড্রেন এর প্রতিনিধি

 

সাংস্কৃতিক অনুষ্ঠান

কন্যা শিশু এডভোকেসি ফোরামের শিশু শিল্পীবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ শিশু একাডেমী

জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম।

১৪.১০.২০৭

শনিবার

চতুর্থ দিন

 

সকাল : ১০.০০ টা

স্থান : বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন

 

 

 

 

 

 

 

 

 

 

বিকেল ৩.০০ টা

স্থান: বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন

 

 

 

 

 

 

 

 

 

 

 

কর্মে নিয়োজিত শিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রম

 

আমার কথা শোনো শিরোনামে আলোচনা পর্বে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের শিশুদের পক্ষ থেকে ২ জন শিশু বক্তার বক্তব্য

 

উন্মুক্ত আলোচনা

মডারেটর         :  জনাব আব্দুল্লাহ আল মামুন

                     প্রোগ্রাম কো-অর্ডিনেটর

                     মানুষের জন্য ফাঊন্ডেশন

অতিথি             :  কবি কাজী রোজী, মাননীয় সাংসদ

                     :  শিশু অধিকার ফোরাম থেকে

                        ১ জন প্রতিনিধি

 

প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ

ও সাংস্কৃতিক অনুষ্ঠান :

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের শিশু শিল্পীবৃন্দ

 

 

গণমাধ্যমে শিশুরা

 

সহযোগিতায়     :  বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট

শুভেচ্ছা বক্তব্য   :  জনাব সেলিনা হোসেন

                         চেয়ারম্যান

                         বাংলাদেশ শিশু একাডেমী

মডারেটর         :  জনাব শাহ আলমগীর

                         মহাপরিচালক

                         পিআইবি

অতিথি             :  জনাব মঞ্জুরম্নল আহসান বুলবুল

                         সভাপতি- বিএফইউজে

                      :  জনাব মুন্নী সাহা

                         সিনিয়র সাংবাদিক, এটিএন নিউজ

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ শিশু একাডেমী

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম

 

 

 

 

সকাল : ১০.০০ টা

স্থান : বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন

 

 

 

বিকেল ৩.০০ টা

স্থান : বাংলাদেশ শিশু একাডেমী সন্মেলন কক্ষ

 

 

 

 

 

 

 

 

 

 

অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে

বিভিন্ন কার্যক্রম

অংশগ্রহণে : অংশীজনের প্রতিনিধি, মন্ত্রণালয়ের

প্রতিনিধি

 

সাংস্কৃতিক অনুষ্ঠান

 

সেমিনার    :  শিশুসাহিত্য শিশুর অধিকার

মূল প্রবন্ধ    :  জনাব রাশেদ রউফ

                   শিশু সাহিত্যিক, সাংবাদিক

আলোচক    :  জনাব আলী ইমাম

                   শিশু সাহিত্যিক

                   জনাব আমীরুল ইসলাম

                   শিশু সাহিত্যিক

                   জনাব আসলাম সানী

                   শিশু সাহিত্যিক

                 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ শিশু একাডেমী

বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন

 

 

 

 

 

 

 

 

 

 

১৬.১০.২০১৭

সোমবার

ষষ্ঠ দিন

সকাল : ১০.০০ টা

স্থান : শিশু একাডেমী

মিলনায়তন

চাইল্ড পার্লামেন্ট

বাংলাদেশ শিশু একাডেমী

সেভ দ্যা চিলড্রেন,

পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৭.১০.২০১৭

মঙ্গলবার

সপ্তম দিন

 

বিকেল : ৩.৩০ টা

শিশু অধিকার সপ্তাহ  ২০১৭ সমাপনী দিবস উপলক্ষে আমার কথা শোনো শিরোনামে আলোচনা পর্বে শিশুদের পক্ষ থেকে ১ জন শিশু বক্তার বক্তব্য (পটুয়াখালী থেকে যে শিশুটি মাননীয় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি প্রেরণ করেছিল সেই শিশুটি)

 

আলোচনার বিষয় : শিশুর বিকাশ ও যত্ন

অংশগ্রহণে : প্রারম্ভিক শৈশব বিষয়ক কার্যক্রমের শিশু

অটিস্টিক শিশু

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু

অন্যান্য শিশু

সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু অধিকার বিষয়ক নাটক

পরিবেশনায় : শেখ রাসেল শিশু সংসদ

খেলাঘর আসর

কচি কাঁচার মেলা

 ব্র্যাক

ইন্টারন্যাশনাল টার্কিস হোপ স্কুল

বাংলাদেশ শিশু একাডেমী মিরপুর জেলা শাখার শিশু শিল্পীবৃন্দ

 

বাংলাদেশ শিশু একাডেমী

 

 

 

 

 

বি.দ্র. : অংশীজন প্রতিনিধির অংশগ্রহণে ০৬ (ছয়) দিনব্যাপী মেলা, শিশুর বিশেষ সংখ্যা প্রকাশ, ক্রোড়পত্র, পোস্টার ও স্যুভেনির প্রকাশ। এছাড়াও প্রতিদিনের কর্মসূচিতে পলস্নী শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ টিম শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করবে। ১১ অক্টোবর ২০১৭ থেকে প্রতিদিন শেখ রাসেল শিশু জাদুঘরে শিশুদের জন্য 3D এ্যনিমিশন দেখানো হবে।