Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মে ২০১৭

বাংলাদেশ সরকার দেশের অনগ্রসর নারীগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সংযুক্ত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে - মেহের আফরোজ চুমকি প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2017-05-28

 

ঢাকা, ২৬ মে ২০১৭

 

 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ শুধু এশিয়া-ইউরোপ নয় সারা পৃথিবীতে একটি সুপরিচিত নাম। নারীর নিরাপত্তার ও নির্ভরযোগ্য ঠিকানার নাম হলো বাংলাদেশ। তিনি গতকাল বিকালে ইউরোপের লিথুনিয়ার রাজধানী ভিলনিয়ামে এশিয়া-ইউরোপ সম্মেলনে বক্তৃতা দান কালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে এমন দেশ খুঁজে পাওয়া দুস্কর হবে, যে দেশের প্রধানমন্ত্রী, স্পীকার, বিরধীদলীয় নেতা নারী। মেহের আফরোজ চুমকী সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রী, ডেলিগেটদের উদ্দেশ্যে বলেন- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও কঠোর নেতৃত্বের কারনেই বাংলাদেশের নারী আজ অর্থনৈতিক-রাজনৈতিক ক্ষমতায়নে সুপ্রতিষ্ঠিত হয়েছে। দেশের উচ্চ শিক্ষিত নারীরা গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। স্বল্প শিক্ষিত নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে। যা বাংলাদেশের নারীকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের পথকে আরও সুগম করছে। তিনি উল্লেখ করেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় তৃণমূল পর্যায়ে নারীরা নির্বাচিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অবিরল কাজ করে যাচ্ছে। পোশাক শিল্পে কর্মরত বাংলাদেশী নারীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশের অর্থনীতিতে তারা বিশেষ অবদান রাখছে। এজন্য বর্তমান সরকার দেশের অনগ্রসর নারীগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সংযুক্ত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের গৃহিত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ।

 

 

মোহাম্মদ আবুল খায়ের

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

মোবাইল: ০১৭১৬০৬৬৮৮৮